Breaking News
Bangladesh's Taskin Ahmed (R) bowls to New Zealand's Jeet Raval (L) as umpire Paul Reiffel (C) during day four of the second international Test cricket match between New Zealand and Bangladesh at Hagley Park Oval in Christchurch on January 23, 2017. / AFP PHOTO / Marty Melville

হার দিয়েই সফর শেষ বাংলাদেশের

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও চার দিনে ক্রাইস্টচার্চ টেস্ট হেরেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ৯ উইকেটে হারল বাংলাদেশ আবার দ্বিতীয় ইনিংস পথ হারালো বাংলাদেশ, আবার সহজেই জিতল নিউ জিল্যান্ড। ওয়েলিংটনে ৭ উইকেটে হারা অতিথিরা সফর শেষ করেছে ক্রাইস্টচার্চ টেস্ট ৯ উইকেটে হেরে।

তৃতীয় দিনের পুরো খেলা বৃষ্টিতে ভেসে যায়। এরপরও ম্যাচ পঞ্চম দিনে নিতে পারেনি চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। জিত রাভালের উইকেট হারিয়ে ১৮ ওভার ৪ বলে ১০৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।

একবার জীবন পাওয়া টম ল্যাথাম অপরাজিত থাকেন ৪১ রানে, টানা দুই ছক্কায় ম্যাচ শেষ করা কলিন ডি গ্র্যান্ডহোম ৩৩ রানে। একমাত্র উইকেটটি নেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *