আন্তর্জাতিক ডেস্ক: উত্তরসূরি হিসেবে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন হিলারি নিশ্চিত করার একদিন বাদেই ওবামা তার সমর্থন ঘোষণা করলেন বলে রয়টার্স জানায়। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ওবামা। ২০০৮ সালে দলীয় প্রতিদ্বন্দ্বিতায় হিলারিকে হারিয়েছিলেন তিনি। হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার পর হিলারিকে করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন সাব্কে ফার্স্টলেডি হিলারিও। ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলে তিনি হবেন দেশটির রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। আর প্রেসিডেন্ট হলেও তাও হবে দেশে প্রথম। হিলারির প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার আগে ওবামা ডেমোক্রেট প্রার্থিতার মনোনয়ন দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেন বলে বিবিসি জানিয়েছে।
ওবামা বলেছেন, প্রেসিডেন্ট পদে হিলারিকে ‘সবচেয়ে যোগ্য’ ভাবছেন তিনি। “আমি তার সঙ্গে আছি। আমি উজ্জীবিত, তার প্রচারে যোগ দিতে আমার তর সইছে না,” হিলারির প্রচার শিবিরের প্রচার করা ভিডিওতে বলেন ওবামা। ওবামার আনুষ্ঠানিক সমর্থন পেয়ে উচ্ছ্বসিত হিলারি রয়টার্সকে বলেন, “এটা আমার কাছে গোটা বিশ্ব পাওয়ার মতো।” হিলারি ডেমক্রেট প্রার্থী হলে তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। হিলারির মতোই রিপাবলিকান দলের প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন ইতোমধ্যে নিশ্চিত করেছেন এই ধনকুবের।