মুক্তবাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মত ইস্যুগুলো সমাধানের লক্ষ্য নিয়ে জি-টোয়েন্টি দেশগুলোর নেতারা জার্মানিতে তাদের শীর্ষ সম্মেলন শুরু করেছেন। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল উত্তরের শহর হ্যামবুর্গে নেতাদের অভ্যর্থনা জানান। তিনি দু’দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন। নেতারা সন্ত্রাসবাদ, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করবেন।
ক্রমবর্ধমান রক্ষণশীলতার মাঝে জি-টোয়েন্টি টেকসই প্রবৃদ্ধির জন্য মুক্তবাণিজ্যের সমর্থনে সুস্পষ্ট এক বার্তা প্রেরণ করতে পারে কিনা তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন প্রচেষ্টাও দৃষ্টি আকর্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তার দেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসবে।
এছাড়া নেতাদের ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য এবং শরণার্থী ইস্যু নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
তারা আগামী শনিবার তাদের আলোচনা সংক্ষেপে একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করবেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা