একটি রকেট উৎক্ষেপণ করে সফলভাবে ১০৪টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাশূন্য কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয় বলে এনডিটিভির খবর। এই উৎক্ষেপণের মাধ্যমে রাশিয়াকে পেছনে ফেলল ভারত। এর আগে ২০১৪ সালে একসঙ্গে ৩৭টি উপগ্রহ পাঠিয়েছিল রাশিয়া।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) জানিয়েছে, ২৮ ঘণ্টা আগে এই উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়েছিল। বুধবার সকাল ৯টা ২৮ মিনিটে রেকর্ড সংখ্যক উপগ্রহ নিয়ে রকেটটি অভিকর্ষের বাধা অতিক্রম করে মহাশূন্যের দিকে যাত্রা করে।
প্রায় ১৮ মিনিট সময় নিয়ে রকেটটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে উপগ্রহগুলো কক্ষপথে ছেড়ে দেয়। উপগ্রহগুলো এখন ঘণ্টায় ২৭ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে।