গত বছরের শেষের দিকে হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স জুটি প্রস্তর যুগের ক্রিকেটকে মনে করিয়ে দিয়েছিলেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে সেটিকেও ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় পিটার নেভিল ও স্টিভ ও’ক্যাফে। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে মন্থরতম জুটির বিশ্বরেকর্ড গড়েন এই দুই অজি তারকা; যা হয়তো কল্পনাকেও হার মানাবে। কোনো একটি জুটি টেস্টে ১৭৮ বল মোকাবেলা করে সর্বনিম্ন কত রান করতে পারে ধারণা করে দেখুন তো? কমপক্ষে ২৫ কিংবা ২০? কিন্তু ও’ক্যাফে এবং নেভিল জুটি কল্পনাকেও হার মানিয়েছেন। ১৭৮ বলের জুটিতে মাত্র ৪ রান করেন এই দুই অস্ট্রেলিয়ান তারকা। কমপক্ষে ১০০ বল মোকাবেলা করেছেন এমন জুটির মধ্যে এটাই মন্থরতম জুটি।
গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ডি ভিলিয়ার্স ও আমলা যখন মাটি কামড়ে ব্যাটিং করে ২৫৩ বলে ২৭ রান করেছিলেন তখন অনেকেরই চোখ কপালে উঠেছিল। ওভারপ্রতি মাত্র ০.৬৪ গড়ে রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই জুটি। অন্যদিকে ও’ক্যাফে এবং নেভিল দুই প্রোটিয়া তারকা ডি ভিলিয়ার্স-আমলার চেয়ে প্রায় ৫ গুন ধীরগতিতে রান তোলেন। এই দুই অজি ব্যাটসম্যানের ওভারপ্রতি রান তোলার গড় ০.১৩! অবিশ্বাস্য নয় তো কী! আরেকটা অবিশ্বাস্য ব্যাপার হলো- ৬৩তম ওভারের পঞ্চম বলে ও’ক্যাফে চার মেরেছিলেন। এরপর গুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত ২৫.৪ ওভারে তথা ১৫৪ বলে আর কোনো রান করতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে হার বাঁচাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে রঙ্গনা হেরাথ ও লক্ষ্মণ সান্ডাকানের বোলিং তোপে পড়ে ১৫৭ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে শুরু করে অজি শিবির। এরপর নবম উইকেটে ও’ক্যাফে এবং নেভিল মিলে ২৯.৪ ওভার তথা ১৭৮ বলে ৪ রানের অবিশ্বাস্য জুটি গড়েন। দাঁতে দাঁত চেপে লড়াই করলেও কিন্তু হার বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়া। হেরাথ ও সান্ডাকানে নাকাল হয়ে ১৬১ রানে গুটিয়ে যায় অজিরা। ফলে প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানে গুটিয়ে গিয়েও ১০৬ রানের রোমাঞ্চকর জয় দিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।