বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন কোর্টনি ওয়ালশ। চুক্তি অনুযায়ী ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করছেন তিনি। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও হিথ স্ট্রিকের বদলি হিসেবে যে ওয়ালশই আসছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে সে কথা নিশ্চিত করেছে ইএসপিএন-ক্রিকইনফো। বোলিং কোচ নিয়োগের ব্যাপার নিয়ে নাটকীয়তা কম হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে জানতে চেয়ে মেলেনি উত্তর। বুধবার দুপুরে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কাছে বোলিং কোচ প্রসঙ্গে জানতে তিনি পরিবর্তন ডটকমকে বলেছিলেন, ‘বোলিং কোচ নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে দুয়েকদিনের মধ্যে অবশ্যই জানাতে পারব।’
গত মে মাসে বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। এরপর থেকে মাশরাফিদের নতুন বোলিং কোচের সন্ধানে নামে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সাম্প্রতিক সময়ে টাইগারদের কোচ হওয়ার ব্যাপারে অ্যালান ডোনাল্ডসহ বেশ কয়েকজনের নাম শোনা গেলেও ওয়ালশের নামই উঠে আসছিল সবচেয়ে বেশি। এর আগে কোচ হিসেবে কিছু অভিজ্ঞতা থাকলেও ২০০১ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এবারই প্রথম কোচিংয়ের ক্ষেত্রে মেজর কোনো ভূমিকা পালন করতে যাচ্ছেন ওয়ালশ। ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি পেসার কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক হিসেবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহসের মেন্টরও ছিলেন। দায়িত্ব পালন করেছেন ক্যারিবিয়ান অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবেও।
বাংলাদেশ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের একজন ওয়ালশ বলেন, ‘ওদেরকে বেশ কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করছি। দলে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে।’ ওয়ালশ যোগ করেন, ‘চন্ডিকা হাতুরুসিংহে প্রধান কোচ হিসেবে অসাধারণ কাজ করছেন।’