বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে রোববার। এই সভায় নেয়া হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। টাইগারদের শ্রীলঙ্কান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মেয়াদ বাড়াচ্ছে বোর্ড। সভা শেষে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে থাকছেন হাথুরুসিংহে। শুধু এই লঙ্কানই নন পুরো কোচিং স্টাফই থাকছে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত।
২০১৪ সালের জুনে টাইগারদের সঙ্গে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে।
সংবাদ কর্মীরা বিসিবি সভাপতিকে জিজ্ঞাসা করেছিলেন বোলিং কোচের ব্যাপারে। তিনি জানালেন, আগামী বুধবারের মধ্যেই জানা যাবে কে টাইগারদের বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন। নাম জিজ্ঞাসা করা হলেও তা প্রকাশ করেননি বিসিবি সভাপতি। তিনি শুধু জানিয়েছেন দুই জনকে তালিকায় রাখা হয়েছে। এদের মধ্যে যে কোনো একজনকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে।