Breaking News

২৭ বছর পর জাপানে দাম বাড়লো কোকা-কোলার

বিশ্বব্যাপি জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলা জাপানেও বেশ সমাদৃত। ১৯৯৩ সাল থেকে একই দামে দেশটিতে কোকা-কোলা বিক্রি করছে স্থানীয় কোম্পানি কোকাকোলা বোটলারস জাপান। খবর: জাপান টুডে

সম্প্রতি জাপান সরকারের বিক্রয় কর বাড়ানোর ঘোষণায় দীর্ঘ ২৭ বছর পর পণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে জাপানে দেড়-দুই লিটার প্লাস্টিকের বোতলে বিক্রি হওয়া কোকা-কোলার দাম ২০ ইয়েন করে বাড়বে। ফলে জাপানে দেড় লিটার কোকা-কোলার দাম ৩২০ ইয়েন থেকে ৩৪০ ইয়েন এবং দুই লিটার বোতলের দাম ৩৪০ ইয়েন থেকে বেড়ে হবে ৩৬০ ইয়েন।

কোকাকোলা ছাড়াও স্প্রাইট, কানাডা ড্রাই, ফান্টা, কু-এর মতো ব্র্যান্ডের কোমল পানীয় বিক্রি করে কোকা-কোলা বোটলার। কোকাকোলার সঙ্গে এসব পানীয়রও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *