বায়ু দূষণে কবলে পড়ে ৪০০ স্কুল বন্ধ করে দিয়েছে ব্যাংকক কর্তৃপক্ষ। শিশুদের স্বাস্থ্য নিরাপত্তার দিক বিবেচনা করে আগামী তিন দিন এসব স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবিসি জানায়, বিষাক্ত ধোঁয়া ও কুয়াশা থেকে শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা দিতে ব্যাংকক কর্তৃপক্ষ কয়েক দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
থাইল্যান্ডের রাজধানী পৃথিবীর বায়ু দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। এখানে পিএম ২.৫ নামে সূক্ষ্ম ধুলো কণার পরিমাণ বেশি। এ ছাড়া সড়কে অতিরিক্ত যানজট, নির্মাণকাজ, ফসল পোড়ানো এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ব্যাংককের বায়ু দূষণের প্রধানতম কারণ।
শহরকে দূষণমুক্ত করতে কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিলেও সেসব ব্যর্থ হয়।
বৃষ্টিপাতের জন্য কৃত্রিম মেঘ সৃষ্টি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তায় পানি ছিটানোর কর্মসূচি নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন একটা প্রভাব ফেলেনি।