প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে চার মাসের নিষেধাজ্ঞা জারি থাকলেও এ সপ্তাহে ৮৭২ জন শরণার্থীকে প্রবেশের অনুমতি দেবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি নথির ভিত্তিতে রয়টার্স এ খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ‘ডিপার্টমেন্টে অব হোমল্যান্ড সিকিউরিটি’র (ডিএইচএস) এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ওই শরণার্থীদের পুনর্বাসনের আবেদন মঞ্জুর করা হয়েছিল। সেকারণে তাদেরকে ‘যাত্রা পথে’ রয়েছেন হিসেবে দেখা হচ্ছে। তবে এ শরণার্থীরা কোন দেশের নাগরিক তা ডিএইচএস এর নথিতে উল্লেখ নেই এবং নতুন করে আর কারও আবেদন মঞ্জুর করা হবে কিনা তাও জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
রয়টার্স জানায়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় শরণার্থীদের আবেদন মঞ্জুর করেছে। গত সপ্তাহান্তে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে গত শুক্রবার ট্রাম্পের সই করা আদেশ অনুযায়ী, আগামী চার মাস কোনও শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।
ওই আদেশে মুসলিম অধ্যুষিত সাত দেশ ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের উপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়।