রবিবার জাপানের উত্তরের প্রধান দ্বীপ হোক্কাইডোতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।আবহাওয়া সংস্থা কোনো সুনামির সতর্কতা জারি করেনি।জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি সন্ধ্যা ৬:৫৫ মিনিটের দিকে দেশের ভূমিকম্পের তীব্রতার স্কেলে ৭ মাত্রার নিম্ন মাত্রায় রেজিস্টার হয়েছে।এটি দক্ষিণ হোক্কাইডোর উরাকাওয়া থেকে ১৪০ কিলোমিটার গভীরে ঘটেছিল এবং উত্তর-পূর্ব জাপানের একটি অঞ্চল কেঁপে উঠেছিলো। হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, তোমারি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
ছবি সূত্র: AP
সূত্র: japantoday