ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস কাপে’ স্বাগতিক শ্রীলংকাকে ৫ উইকেটে হারানোর পর এখন ফাইনালে চোখ টাইগারদের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লংকানদের ২১৫ রানের পাহাড় তাড়ায় অসাধারন ব্যাট করে দলকে জেতান মুশফিক। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া এই জয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিল তামিম-লিটন দাসের উদ্বোধনী জুটি। ১৯ বলে ৪৩ করেন লিটন, ২৯ বলে ৪৭ তামিম।
সেই ভিতের ওপর দাঁড়িয়ে মুশফিক অসাধারন ব্যাট করে দলকে জেতান। অপরাজিত ছিলেন ৩৫ বলে ৭২ করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র ক্রিকেটার তামিমও জয়ের নায়ক মুশফিকের অসাধারন ব্যাটিংয়ের প্রশংসা করেন। বলেন, যেই পরিস্থিতিতে যে রকম ব্যাট করা দরকার, এ ম্যাচে মুশফিক ঠিক সেটাই করে দেখিয়েছেন। তার অভিজ্ঞতায় সাজানো ইনিংসটিতে কোন খুঁতই ছিল না।
সৌজন্যে বাংলাভিশন