মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে এখনও। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে অনেকটা এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জয়ী হতে আর মাত্র ৬টি ভোট দরকার তার। এদিকে ট্রাম্পের ঝুলিতে আছে ২১৪টি ভোট।
পেনসিলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা আর নেভাডায় ভোট গণনা চলছে। এই প্রধান রাজ্যগুলোর ভোটই বলে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে।
পেনসিলভেনিয়ায় ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে ট্রাম্প। বাইডেনের ঝুলিতে আছে ৪৯.২ শতাংশ ভোট। ২৬ হাজার ভোটে ট্রাম্প এগিয়ে থাকলেও এই ব্যবধান ক্রমেই কমছে। আর এখনও অনেক ভোট গণনা বাকি আছে। এখন মূলত মেইল ব্যালটের ভোটগুলো গণনা হচ্ছে। সুতরাং ধরে নেওয়া যায় ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষেই পাল্লা ভারি হবার সম্ভাবনা বেশি।
এদিকে জর্জিয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ট্রাম্প ও বাইডেন দুজনেরই ভোটের পাল্লা সমা সমান ৪৯.৪ শতাংশ। রাজ্যটিতে প্রায় ৫ লাখের মতো ভোট পড়েছে। এখনও হাজার হাজার ভোট গণনা বাকি। বিশেষ করে ডেমোক্র্যাট এলাকা থেকে আসা ভোটগুলো গণনা চলছে এখন।
অ্যারিজোনায় বাইডেন এগিয়ে আছে ৫০.১ শতাংশ ভোত পেয়ে। ট্রাম্পের আছে ৪৮ শতাংশ ভোট। এখানে এখন মেইল ব্যালটের হাজার হাজার ভোট গণনা চলছে। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে ডেমোক্যাটদের পক্ষেই যাবে সেগুলো।