রাশিয়ার উদ্ভাবিত টিকা স্পুটনিক-ফাইভ নভেল করোনাভাইরাস প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর বলে জানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। খবর রয়টার্স।
বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার ওই সাংবিধানিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, ফাইজার এবং বায়ো এনটেকের উদ্ভাবিত করোনা টিকা শতকরা ৯০ ভাগ কার্যকর বলে প্রমাণ মিলেছিল।
এ পর্যন্ত ট্রায়ালে থাকা দুইটি করোনা টিকার প্রাথমিক কার্যকারীতা সম্পর্কে জানা গেল।
চলতি বছরের আগস্টে ব্যাপক ব্যবহারের জন্য স্পুটনিক-ফাইভের নিবন্ধন করিয়েছিল রাশিয়া। তারপর থেকেই, পশ্চিমা ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে পাল্লা দিয়ে ক্লিনিকাল ট্রায়াল এগিয়ে নিচ্ছে দেশটি।
এদিকে, ১৬ হাজার জনের ওপর স্পুটনিক-ফাইভের দুই ডোজ করে টিকা প্রয়োগের মাধ্যমে কার্যকারীতার এই শতাংশ হার বের করা হয়েছে বলে জানিয়েছে আরডিআইএফ।
অন্যদিকে, মস্কোর গ্যামালিয়া ইনস্টিউটের পক্ষ থেকে আয়োজিত এই ক্লিনিকাল ট্রায়ালে ২৯ ক্লিনিকে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে আরডিআইএফ।