টাইম ম্যাগাজিন ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই টাইম ম্যাগাজিন প্রতি বছরশেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে থাকে, যাকে তারা বলে ‘পারসন অব দ্য ইয়ার’।
এর আগে, ২০১৯ সালে জলবায়ু আন্দোলনের সুইডিশ কর্মী গ্রেটা থুনবারিকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল টাইম ম্যাগাজিন।
টুইটারে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন-হ্যারিসের এ জয় এমন কিছুর প্রতিনিধিত্ব করে, যা ঐতিহাসিক।
কমলা হ্যারিসই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্ট যার নাম টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় আসলো।
অন্যদিকে, সিবিএস নিউজ জানিয়েছে, বাইডেন-হ্যারিস ছাড়াও এ বছর ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার দৌড়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, অ্যান্থনি ফাউচি ও দ্য মুভমেন্ট ফর রেসিয়াল জাস্টিস আন্দোলন।