নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা প্রয়োগ সৌদি আরবে শুরু হয়েছে। খবর আল জাজিরা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, সৌদি আরবের আল-আখবারিয়া টিভিতে সম্প্রচারিত এক ভিডিও থেকে দেখা যাচ্ছে, রাজধানী রিয়াদের একটি হাসপাতালে একজন নারী এবং পুরুষ করোনা টিকা শরীরে নিচ্ছেন।
এর আগে, বুধবার (১৬ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের করনা টিকার চালান সৌদি আরবে এসে পৌঁছায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সৌদি আরবই করোনা টিকাদান কার্যক্রম শুরু করলো।
অন্যদিকে, একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাগরিকদের করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে সৌদি আরবের সরকার। সেই অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টায় দেড় লাখ মানুষ টিকা পাওয়ার আবেদন করেছেন – বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে, মোট তিন ধাপে করোনা টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। প্রথম ধাপে ৬৫’র বেশি বয়সী, করোনার ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মী এবং দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন এমন নাগরিকরা করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।