বিশ্বের প্রায় ৫০টি দেশ ইতিমধ্যেই করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করেছে। ফাইজার ও মডার্না করোনার টিকা তৈরির পরই মূলত এ কার্যক্রম শুরু হয়েছে। তবে ৫০টির মধ্যে সব দেশই যে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া শুরু করেছে এমন নয়। চীন তাদের নিজেদের তৈরি করা টিকা দিচ্ছে জনগণকে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন মতে, গতকাল শুক্রবার পর্যন্ত চীন ৫০ লাখ নাগরিককে টিকা দিয়েছে। গত বৃহস্পতিবার পেইচিং শর্তসাপেক্ষে সিনোফার্মের টিকাকে বৈধতা দিয়েছে। সিনোফার্মের টিকাটি ৭৯ শতাংশ কার্যকর বলে দাবি করা হচ্ছে।
রাশিয়া গত ৫ ডিসেম্বর থেকেই টিকা দেওয়া শুরু করেছে। করোনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের স্পুৎনিক-ভি টিকা দেওয়া হচ্ছে। বেলারুশ ও আর্জেন্টিনার সরকার এ টিকাকে অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার থেকে দেশ দুটি স্পুৎনিক-ভি দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন শুরু করেছে। আলজেরিয়াও চলতি মাসেই এ টিকা দেওয়া শুরু করবে।
পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্রিটেন প্রথম টিকা দেওয়া শুরু করে। দেশটি গত ৮ ডিসেম্বর থেকে টিকার ক্যাম্পেইন শুরু করে। ইতিমধ্যে ৯ লাখ ৫০ হাজার নাগরিককে টিকা দিয়েছে জনসন প্রশাসন। ফাইজারের টিকা ছাড়াও দেশটি খুব জলদিই নিজেদের তৈরি করা অক্সফোর্ডের টিকা দিতে শুরু করবে। গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অক্সফোর্ডের টিকার অনুমোদন দিয়েছে। বলা হচ্ছে, ৪ জানুয়ারি থেকে অক্সফোর্ডের টিকা কার্যক্রম শুরু হবে।