দেশটির সরকার নতুন করে যেসব বিধিনিষেধ ঘোষণা করতে যাচ্ছে, এরমধ্যে কারফিউ অথবা সপ্তাহান্তে লকডাউনের সঙ্গে আসন্ন ইস্টার সানডের সময় আরও কঠোর বিধিনিষেধ জারির বিষয়টি থাকতে পারে ধারণা।
গেল সপ্তাহজুড়ে দেশটির বেশিরভাগ অঞ্চলজুড়ে মহামারি এই ভাইরাসটির সংক্রমণের হার বৃদ্ধির পর সরকার তা ঠেকাতে নতুন করে ও আরও কঠোর বিধিনিষেধ জারির পরিকল্পনা শুরু করে বলে খবর স্থানীয় গণমাধ্যমের।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য লোকাল জানাচ্ছে, সপ্তাহজুড়ে অনেক অঞ্চলে আরটি নাম্বার (যার মাধ্যমে সংক্রমণের হার নির্ধারণ করা হয়) বেড়ে যাওয়ায় কারণে নতুন করে এই বিধিনিষেধ জারি অনিবার্য হয়ে উঠেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আরও ২৫ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের বিস্তার ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
প্রমাণভিত্তিক ইতালির মেডিসিন ফাউন্ডেশন জিআইএমবিই গত বৃহস্পতিবার জানিয়েছে যে, ইতালির বেশিরভাগ অঞ্চলের হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো (আইসিইউ) এখন মারাত্মক চাপের মুখে রয়েছে।