রিও অলিম্পিকের দ্বাদশ দিনে মেয়েদের ফ্রিস্টাইল রেসলিংয়ে তিনটি সোনাই জিতেছে জাপান। দেশটির এমন প্রাপ্তির দিনে ইতিহাস গড়েছেন কাওরি ইচো।
কাওরির টানা চার সোনা
রাশিয়ার ভ্যালেরিয়া কোবলোভাকে ৩-২ ব্যবধানে হারিয়ে রিও দে জেনেইরোতেও ৫৮ কেজি ওজনশ্রেণির ফ্রিস্টাইল কুস্তিতে সোনা ধরে রাখেন কাওরি।
অলিম্পিক ইতিহাসে প্রথম নারী হিসেবে টানা চার আসরে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতলেন ১০ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই কুস্তিগীর। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে কুস্তির ফ্রিস্টাইলের ৫৮ কেজি ওজনশ্রেণির ফ্রিস্টাইলের সোনা জিতেছিলেন কাওরি। এরপর বেইজিং, লন্ডনেও হেসেছিলেন সোনার হাসি জাপানের এই অ্যাথলেট।
শেষ মুহূর্তে তোসাকার সোনা জয়
আজারবাইজানের মারিয়া স্তাদনিককে শেষ মুহূর্তে হারিয়ে ৪৮ কেজি ফ্রিস্টাইলের সোনা জিতেছেন জাপানের ইরি তোসাকা। ২০০৮ সালের বেইজিংয়ে ব্রোঞ্জ, ২০১২ সালে লন্ডনে রুপা জেতা স্তাদনিক রিওতে ম্যাচ শেষের কয়েক সেকেন্ড বাকি থাকতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন ২২ বছর বয়সী তোসাকা শেষ মুহূর্তে তাকে ফেলে দিয়ে প্রথম অলিম্পিক সোনা জয়ের উচ্ছ্বাসে মাতেন।
৬৯ কেজির সোনা সারার
৬৯ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে জিতে রেসলিং থেকে জাপানকে দিনের তৃতীয় সোনাটি এনে দিয়েছেন সারা দোশো। ফাইনালে লন্ডন অলিম্পিকে সোনা জেতা রাশিয়ার নাতালিয়া ভোরোবাইয়োভাকে হারান ২১ বছর বয়সী দোশো।