চিরপ্রতিদ্বন্দ্বীদের দুর্ভাগ্য পাকিস্তানের জন্য বয়ে আনল সৌভাগ্য। ভেজা মাঠের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের চেষ্টাও করতে পারল না ভারত। ত্রিনিদাদ টেস্ট ড্র হওয়ায় প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল পাকিস্তান। মাত্র ৫ দিন আগেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় শীর্ষ থেকে অবনমন হয় অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ২-২ ড্র করে পাকিস্তান উঠে আসে দুই নম্বরে।
শীর্ষস্থান ধরে রাখতে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হতো ভারতের। কিন্তু বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ২২ ওভার। পরের চার দিন একটি বলও গড়ায়নি মাঠে। বিরাট কোহলিরা তাই অসহায় চোখেই দেখলেন নিজেদের জায়গা হাতছাড়া হতে। ত্রিনিদাদ টেস্ট শুরুর আগে ভারতের রেটিং পয়েন্ট ছিল ১১২। টেস্ট ড্র হওয়ায় কমে গেছে ২ পয়েন্ট। ইংল্যান্ড সিরিজ শেষে ১১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পাকিস্তান উঠে গেছে এক নম্বরে।