সিরিয়ায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এ লক্ষ্যে উভয় দেশ একটি চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে। খুব দ্রুত এ চুক্তি চূড়ান্ত করা হবে বলে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার আল-জাজিরাকে জানান, সুইজারল্যান্ডের জেনেভা শহরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর সঙ্গে এ ব্যাপারে আলোচনার সুফল হিসেবে বিষয়টিতে অগ্রগতি হয়েছে।
তবে একই বিষয়ে ফেব্রুয়ারির আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছিল সেগুলোকে কিভাবে হালনাগাদ করা যায় এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানবিক পরিস্থিতির উন্নতি করা যায় সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। ‘আমরা চাইনা কেবল একটা চুক্তির স্বার্থে চুক্তি হোক, বরং আমরা চাই বাস্তব ও কার্যকরী একটি উদ্যোগ নিতে যাতে সিরিয়া পরিস্থিতির উন্নয়ন হয়। যা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আর বিষয়টি আমাদের জেনেভায় একটি টেবিলে একত্রিত করেছে একটি রাজনৈতিক সমাধানের জন্য।’ বলেন জন কেরি।
প্রেসিডেন্ট বাসার আল-আসাদের ভবিষ্যত কি হবে তা আলোচনায় থাকবে না। বরং সিরিয়ার বিদ্যমান সংঘর্ষ পরিহার করে উদ্ভুত সমস্যা রাজনৈতিকভাবে সমাধানে উন্মুক্ত আলোচনা হবে বলে জানান কেরি।