বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । সফররত থাইল্যান্ডের বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেছেন, “বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের সরকার দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে।
“এ সব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে নিজেরা লাভবান হোন। বাংলাদেশের উন্নয়নে অংশীদার হন।” শনিবার রাজধানীর লেইক শোর হোটেলে ‘বাংলাদেশ-থাইল্যান্ড বিনিয়োগ : বাণিজ্য ও ই-কমার্স- এর সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান মন্ত্রী।
সেমিনারে থাইল্যান্ড বিনিয়োগ বোর্ডের ডেপুটি সেক্রেটারি জেনারেল চোকেদি কেউসাংয়ের নেতৃত্বে ১৮ সদস্যের উচ্চ পর্যায়ের থাইল্যান্ড বাণিজ্য প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সেমিনারের আয়োজন করে। তোফায়েল বলেন, “থাইল্যান্ড বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে দেশটি।”
১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ২০টির কাজ ইতোমধ্যে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, “আমি থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার অনুরোধ করছি।”