এ বছর মিস জাপানের মুকুট উঠেছে ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়ার মাথায়। যার বাবা ভারতীয় আর মা জাপানি। এ নিয়ে জাপানে টানা দ্বিতীয় বছর মিশ্র বাবা-মা’র সন্তান কোনো তরুণীর মাথায় সুন্দরী প্রতিযোগিতার এই মুকুট উঠল। বিবিসি জানায়, গত বছর মিস জাপান হয়েছিলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত আরিয়ানা মিয়ামোতো। হাফুদের মধ্যে তিনিই প্রথম সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন।
জাপানে মিশ্র বাবা-মা’র সন্তানদের ‘হাফু’ নামে ডাকা হয়। দেশটির অনেক নাগরিকই ‘হাফু’দের মিস জাপান প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার সমালোচনা করেছেন। প্রিয়াঙ্কার জয়ের পর টুইটারে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এক টুইটার ব্যবহারকারী লেখেন, “ এটি অনেকটা আমরা যেন বলছি, শুদ্ধ জাপানি মুখ বিজয়ী হতে পারে না।”
অন্য একজন বলেন, “এখন এরকম একটি সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের অর্থ কী? জাতীয় বৈশিষ্ট্য শূন্য।” জাপানে প্রতিবছর জন্ম নেওয়া মোট শিশুর মাত্র ২ শতাংশ মিশ্র বাবা- মায়ের সন্তান। ২২ বছর বয়সী প্রিয়াঙ্কা একজন লাইসেন্সধারী হাতি প্রশিক্ষক এবং কিক-বক্সার।