পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং দেশটির সর্বোচ্চ সেঞ্চুরিয়ানও। নির্বাচকরা তাই আস্থা হারাননি। আস্থার প্রতিদান দিতে সময়ও নেননি ইউনিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিডনি টেস্টে প্রথম ইনিংসে বৃহস্পতিবার দারুণ এক সেঞ্চুরি করে তিন কিংবদন্তি তারকা ব্রায়ান লারা, সুনিল গাভাস্কার ও মাহেলা জয়াবর্ধনেকে স্পর্শ করেন পাকিস্তানের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তাদের সবার এখন ৩৪টি করে টেস্ট সেঞ্চুরি। একই দিনে এই সেঞ্চুরিতে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১১টি দেশে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও গড়েছেন ইউনিস। টেস্টের তৃতীয় দিন ন্যাথান লায়নের করা ৭৪তম ওভারের তৃতীয় ডিপ স্কয়ার লেগ দিয়ে দারুণ চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ইউনিস। অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ সেঞ্চুরির দিন অসাধারণ কীর্তি ছুঁয়েছেন ইউনিস। টেস্ট ক্রিকেটে ৩৪টি করে সেঞ্চুরি করেছিলেন লারা, গাভাস্কার ও জয়াবর্ধনে। এই তিন কিংবদন্তি স্পর্শ করে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন ইউনিস। এরপর নিশ্চয় তাদের ছাড়িয়ে যেতে চাইবেন। ৩৯ বছর বয়সেই দাপটের সাথে আরো খেলা চালিয়ে যাওয়ার প্রমাণ ইউনিসের ব্যাটে।
গত কয়েক ম্যাচেই ব্যাটে রান ছিল না ইউনিসের। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ পাঁচ ইনিংসে যথাক্রমে ০, ২, ১, ২, ও ১১ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে করেন ৬৫ রান। এরপর মেলবোর্নে দুই ইনিংসে আউট হন ২১ ও ২৩ রান করে। এর কোনোটাই ইউনিসকে চেনাতে পারছিল না। সিডনিতে দারুণ সেঞ্চুরি দিয়ে অবশেষে ফর্মে ফিরলেন ইউনিস। টেস্টে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরি নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। শীর্ষ তিনে থাকা দক্ষিণ আফ্রিকান গ্রেট জ্যাক ক্যালিস ৪৫টি এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং করেন ৪১টি সেঞ্চুরি। কুমার সাঙ্গাকারা (৩৮) ও রাহুল দ্রাবিড় (৩৬) ইউনিসের ধরাছোঁয়ার মধ্যেই রয়েছেন।