ব্রাজিলে এবার হলুদ জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। নতুন করে দেখা দেয়া ইয়েলো ফিভার’এ আক্রান্ত হয়ে গত সপ্তাহ থেকে এপর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্তের সংখ্যা বর্তমানে শতাধিক ছাড়িয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ব্রাজিলের মিনাস জার্ম প্রদেশে গত সপ্তাহে হলুদ জ্বরের প্রকোপ দেখা দেয়। এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়লে শতাধিক মানুষ আক্রান্ত হন।
মাত্র এক সপ্তাহের মধ্যেই এ জ্বরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির কথা জানায় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করে বলা হয়, ভাইরাসে আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসা দিতে ব্যর্থ হলে এক সপ্তাহের মধ্যেই তার মৃত্যুর অনিবার্য। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ৩০ জনের মধ্যে ১০ জনের শরীরে হলুদ জ্বরের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বাকিদের শরীরেও পাওয়া গেছে একই জীবাণু। এ ভাইরাসও মশার মাধ্যমে রোগ ছড়ায়। এছাড়া ভাইরাসটি বানরের শরীরেও আক্রমণ করে থাকে।