অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে যারা কাজ করছেন তাদের সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিত হওয়ার চেষ্টা করছি। আজ যে দুজন শিল্পীকে সম্মাননা দেয়া হচ্ছে তাদের আমি অনেক দিন ধরেই চিনি। তাদের অনুষ্ঠান দেখি।’ শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যা ও সাদি মহম্মদকে রবীন্দ্রগুণী সম্মাননা দেয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিন। খামখেয়ালী সভার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতের সাংস্কৃতিক কাউন্সিলর ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুন্ডু ও পশ্চিমবঙ্গের বিশ্বভারত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অভ্র বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদ হাশিম।