ভারতের আসামে নিরাপত্তা বাহিনীর গাড়ির উপর বিচ্ছিন্নতাবাদীদের গ্রেনেড হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ২ হামলাকারী নিহত হন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রোববার আসাম রাইফেলস এর গাড়িতে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা গ্রেনেড ছোড়ে। আসামের তিনসুখিয়া জেলার জাগুন ১২ মাইল বড়বসতি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি অরুণাচল প্রদেশ ও ইন্দো-মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত। ভারতের প্রজাতন্ত্র দিবসের (২৬ জানুয়ারি) আগে এ হামলার ঘটনা ঘটল।
হামলার পর ইন্দো-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। সেখানে সশস্ত্র হামলাকারীদের ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান চালানো হচ্ছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা-আই)। তারা এক বিবৃতিতে দাবি করেছে, আরও চারটি সংগঠনসহ যৌথভাবে তারা এ হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।