বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে। মোট ৭ টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেয়া হবে। সোমবার একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
কথাসাহিত্যে পুরস্কার পেয়েছেন শাহাদুজ্জামান, কবিতায় আবু হাসান শাহরিয়ার, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদ সাহিত্যে নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথায় নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ।
পুরস্কারপ্রাপ্তরা এক লাখ টাকা ও একটি ক্রেস্ট পাবেন। উল্লেখ্য, বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়।