মুক্তির আগেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে গিয়ে এমনই চমক দিল ‘বাহুবলী ২’। ২০১৫-তে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’র প্রথম ভাগ। এস এস রাজামৌলির সেই সিনেমা সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় সিনেমা হিসাবে প্রবেশ করেছিল ৫০০ কোটির চৌহদ্দিতে। তবে সেটা ছবি মুক্তির পর। সিক্যুয়েলে সেই রিকর্ডও ভাঙল বাহুবলী। মুক্তির আগেই পার হল ৫০০ কোটির গণ্ডি। ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলীর শেষ ভাগ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। একই সঙ্গে তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। এর আগে প্রথম ডাবড সিনেমা হিসাবে ১০০ কোটির ক্লাবে ঢুকেছিল ‘বাহুবলী: দ্য বিগিনিংস’-এর হিন্দি ভার্সন। এ বার ২০০ কোটি বাজেটের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ কত কোটির পথ পার করবে তা অনুমান করতেও পারছে না সিনেমা বিশেষজ্ঞরা।
Check Also
কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে
জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …