মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ‘গ্রিন কার্ড হোল্ডার’দের সংখ্যা অর্ধেক কমিয়ে আনার পক্ষে দুই রিপাবলিকান সেনেটরের বিলে পক্ষে একমত হয়েছেন বলে হোয়াইট হাউস সূত্রের জানা গেছে। এর আগে আমেরিকায় সাতটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস সেই সময় জানিয়েছিল, ওই তালিকায় এখনই আর কোনও দেশের নাম ঢোকানো হচ্ছে না।
‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস’ উত্থাপিত নতুন ওই বিলে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দাদের স্ত্রী ও নাবালক সন্তানরাই এখন থেকে শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য আবেদন জানাতে পারবে। এই মুহূর্তে আমেরিকায় অভিবাসীর সংখ্যা ১০ লাখ। সেই সংখ্যাটা ৫ লাখে কমিয়ে আনার লক্ষ্যেই ওই বিলটি আনা হয়েছে। ওই বিল এইচ-ওয়ান-বি ভিসা যাদের আছে, তাঁদের স্বার্থের পরিপন্থী হবে না।
এ নিয়ে বিলটির উত্থাপনকারী রিপাবলিকান দুই সিনেটর টম কটন ও ডেভিড পারদু মঙ্গলবারই প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন। এছাড়া তারা প্রেসিডেন্টের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননের সঙ্গেও কথা বলেছেন।
সূত্র : ইন্টারনেট