ঘুষ গ্রহণ ও অন্যান্য বেশ কয়েকটি অভিযোগে স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জায়ে ইয়ংকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়া পুলিশ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই যে কেলেঙ্কারিতে অভিশংসনের সম্মুখীন হয়েছেন সেটির সঙ্গে ইয়ংয়ের মামলার সম্পর্ক রয়েছে। স্যামসাংয়ের বিরুদ্ধে সরকারি সুযোগ কাজে লাগিয়ে অভিশংসনের সম্মুখীন প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বান্ধবী চোই সুন সিল পরিচালিত অলাভজনক ফাউন্ডেশনগুলোতে অনুদান দেয়ার অভিযোগ রয়েছে। তবে লি ইয়ং ও তার স্যামসাং কোম্পানি এ অভিযোগ অস্বীকার করেছে।
স্যামসাংয়ের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা লি ইয়ং-কে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় জানুয়ারিতে। তবে তখন তাকে গ্রেফতার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে চলতি সপ্তাহের শুরুতে তাকে দ্বিতীয়বারের মত জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার আদালত নতুন অপরাধের অভিযোগ এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে ইয়ংকে গ্রেফতার করা জরুরি বলে মত দেয়। প্রসিকিউশনকে এখন আগামী ২০ দিনের মধ্যে তদন্ত করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনতে হবে। জি ইয়ং বর্তমানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস চেয়ারম্যান হলেও বাবার অবর্তমানে তিনিই স্যামসাং গ্রুপের প্রধান। তার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো কোম্পানির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।