ঘরের মাঠে রোলবল বিশ্বকাপে নিজেদের মিশন দুর্দান্ত জয়ে শুরু করলো বাংলাদেশ। হংকংকে ১৯-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দল। শুক্রবার সকালে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেল থেকেই মাঠের লড়াইয়ে নেমে পড়ে দলগুলো। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশের জয়টা হলো দাপুটে। এদিন বাংলাদেশের ম্যাচ শুরু হলো অবশ্য নির্ধারিত সময়ের বেশ পরে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ভেন্যু খেলার উপযোগী করতেই পেরিয়ে গেছে অনেক সময়। বেলা তিনটার ম্যাচ মাঠে গড়ায় পাঁচটার কিছু আগে! ১৫ সেকেন্ডেই গোল হজম করে মাঠেও যেন হতাশজনক শুরু বাংলাদেশের! কিন্তু সেটা ক্ষণিকের জন্যই। ৩৫ সেকেন্ডেই সমতায় ফেরে আসিফ ইকবালের দল।
এরপর হংকংকে মাঠে দর্শক বানিয়ে শুধুই গোল উৎসব করে লাল-সুবজের প্রতিনিধিরা। প্রথমার্ধে ৭-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও ১২ গোল বাংলাদেশের। ম্যাচে সবার চেয়ে বেশি ৯ গোল করেন দ্বীন হাসান হৃদয়। শনিবার ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে। একই ভেন্যুতে এদিন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দলও। বেলা ২টায় তাদের প্রতিপক্ষ নেপাল।