জাপানে প্রবাসী বাংলাদেশি সমাজে হাতে গোনা দু-তিন জন নিয়মিত লেখেন এবং তা যথাযথ ভাবে প্রকাশ করেন। তাদের মধ্যে প্রবীর বিকাশ সরকার অন্যতম বললে বেশী বলা হবে না। জাপান প্রবাসীদের অতি পরিচিত একজন সাহিত্যিক তিনি। শুধু জাপানে নয় বরং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গেও রয়েছে তার পরিচিতি। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস সবা শাখায় রয়েছে তার দক্ষতা এবং সুনাম। বিভিন্ন প্রত্রিকার সম্পাদনাও করেছেন তিনি। এবারের একুশের গ্রন্থ মেলায় তার একাধিক গ্রন্থ এসেছে। ফেসবুক সহ বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা গ্রন্থ গুলো নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। ইতিবাচক মন্তব্য পাচ্ছেন পাঠক ও প্রকাশকদের নিকট থেকে।
নিহনবাংলার পাঠকদের কাছে জাপান প্রবাসী গবেষক ও লেখক প্রবীর বিকাশ সরকার এর গ্রন্থ তিনটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ধারনা দেওয়া হলঃ-
এ বছর প্রকাশিত হয়েছে ১টি উপন্যাস ‘অপরাজিত’ মুক্তিযুদ্ধভিত্তিক।
‘জানা অজানা জাপান’ সিরিজের ৪র্থ খণ্ড ২৫টি প্রবন্ধের সংকলন এবং ‘জাপানে রবীন্দ্রনাথ’ গবেষণামূলক প্রবন্ধের গ্রন্থ।
এক/
মুক্তিযুদ্ধ নিয়ে লেখা প্রবীর বিকাশ সরকার উপন্যাস ‘অপরাজিত’। প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী কাজী যুবাইর মাহমুদ। প্রকাশক সাহিত্য বিকাশ, ঢাকা।
দুই/
বলাকা প্রকাশনের থেকে গ্রন্থটি প্রকাশ পেয়ছে। এই গ্রন্থে জানা যাবে ‘জাপান-রবীন্দ্রনাথ সম্পর্কে’র এক তৃতীয়াংশ তথ্য-উপাত্ত এবং ঘটনাবলি অর্থাৎ ১৯০২–৬১ সাল পর্যন্ত জাপানি রবীন্দ্রভক্ত তথা লেখক, গবেষক, শিক্ষাবিদ, ভারততত্ত্ববিদ এবং সৃজনশীল ব্যক্তিবর্গ কী দৃষ্টিতে রবীন্দ্রনাথের মানস এবং তাঁর রচনাকে দেখেছেন, কীভাবে বিচার-বিবেচনা করেছেন এবং লিখে রেখে গেছেন বহু গবেষণামূলক নিবন্ধ, প্রবন্ধ এবং স্মৃতিকথা সেসবের একটি রূপরেখা।সমগ্র প্রবন্ধটি ৩ খণ্ডে প্রকাশের লক্ষ্যে প্রকাশিত হচ্ছে ১ম খণ্ড। বাকী ২ খণ্ড পরবর্তী সময়ে লেখার ইচ্ছে প্রকাশ করেছেন লেখক।
আশা করি ‘জাপান-রবীন্দ্রনাথ সম্পর্কে’র অজানা ইতিহাসকে আপনারাও আবিষ্কার করে আনন্দ লাভ করবেন।
তিন/
বিস্ময়ের শেষ নেই যে দেশটির—তার নাম জাপান!
বাঙালি যতখানি জাপানকে জানে তার চেয়েও অনেক-অনেক অচেনা, অজানা এই দেশটি। প্রকৃতি,সাহিত্য,সংস্কৃতি, ইতিহাস, জাপান-বাংলা সম্পর্ক, ভ্রমণ এবং কিংবদন্তির জাপানকে বহুলাংশে জানা যাবে ‘জানা অজানা জাপান’ সিরিজের এই ৪র্থ খণ্ডে। যার অধিকাংশ তথ্যই এই প্রথম বাংলা ভাষায় উপস্থাপিত।
প্রছদ করেছেন কাজী যুবায়ের মাহমুদ। বলাকা প্রকাশন থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
লেখকের নিকট থেকে নিয়মিত লেখা আশা করি এবং তার দীর্ঘায়ু কামনা করছি।
গোলাম মাসুম (জিকো)
সম্পাদক
নিহনবাংলাডটকম