একাধিক রেকর্ড গড়ে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সেই অসাধারণ পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজকে এবার এনে দিল আরও বড় স্বীকৃতি। নিজেদের ঘরের মাঠের অবিশ্বাস্য সেই কীর্তির বাংলাদেশ স্পিনার পেলেন ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা ডেব্যুট্যান্ট ক্রিকেটারের পুরস্কার। শুক্রবার রাতে নাম ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে পুরস্কারটিও তুলে দেওয়া হয়েছে তার হাতে। মেহেদী গেল বছরের চমক। তার আগের বছরের সবচেয়ে বড় চমক ছিলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মেহেদীর মতো গতবছর জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এবার হাত বদলে তা দেশেই থাকল। দ্য ফিজ নিজেও জিতেছেন বড় পুরস্কার। বর্ষসেরা টি-টুয়েন্টি বোলারের স্বীকৃতি মোস্তাফিজের।
পুরস্কার পাওয়ার পর আনুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় খুলনার ১৯ বছর বয়সী তরুণ মেহেদী বলেছেন, ‘আমার খুবই ভালো লাগছে যে, আমি সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেয়েছি। আশা করি ভবিষ্যতে আরও ভালো করতে পারব।’ ওয়ানডে ব্যাটিংয়ে বছরের সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ওয়ানডের সেরা বোলিংয়ের পুরস্কারটি পকেটে পুরেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন। এই ক্যাটাগরিতে অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই দ্বিতীয় ওয়ানডেতে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশ করে পুরস্কারটি জিতে নিলেন সুনিল নারাইন।