শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন রঙ্গনা হেরাথ। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত নেতা অ্যাঞ্জেলো ম্যাথুজ। গোটা সিরিজেই খেলা হবে না তার। তাঁর পরিবর্তে টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন বর্ষীয়ান বাঁহাতি স্পিনার হেরাথ। রোববার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই ঘোষণা দিয়েছে। গত বছর নভেম্বরে ম্যাথুজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছিলেন ৩৮ বছরের হেরাথ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সম্ভাব্য অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কান নির্বাচকদের বিবেচনায় ছিলেন তিনজন। রঙ্গনা হেরাথ, বর্তমান সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল এবং ওপেনার উপুল থারাঙ্গা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে থারাঙ্গা নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু চান্দিমাল বা থারাঙ্গা দুজনের কেউই এর আগে টেস্ট দলের অধিনায়ক ছিলেন না। শেষ পর্যন্ত এই বাঁহাতি স্পিনারই অধিনায়ক নির্বাচিত হয়েছেন।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল যাচ্ছে সোমবার। প্রথমে দুই টেস্টের সিরিজ। ৭ তারিখ গলে প্রথমটি শুরু। ১৫ মার্চ কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু। এরপর ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।