ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে ইব্রার শেষ মুহূর্তে করা গোলোই শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দাপটে খেলা সাউদাম্পটনকে হারিয়েছে ৩-২ গোলে। ম্যানচেস্টার ইউনাইটেডে এই মৌসুমে যোগ দিয়ে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর ক্লাবের সাথে এটা প্রথম শিরোপা। প্রথম শিরোপা ইব্রাহিমোভিচেরও। প্যারিস সেন্ত জার্মেই থেকে মরিনহোই তো জেদ দেখিয়ে তুলে এনেছিলেন ইব্রাকে, তাও এক মৌসুমের জন্য। মরেইনহো-ইব্রা জুটিতেই সাফল্য পেল সাফল্য ক্ষুধায় ধুঁকতে থাকা ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি। ইব্রা যে লিগে যান সে লিগে তার দল শিরোপা জেতে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে গেছেন ইংল্যান্ডে। সেখানেও শুরুটা শিরোপা জয়ে বীরোচিত হলো। ম্যানইউর ইতিহাসে তা আরো গেঁথে থাকলো তা প্রয়োজনে নানা ভূমিকা পালন করা টিম ম্যান ইব্রার কারণে।
ম্যানইউ ম্যাচের ৩৮ মিনিটের মাঝেই ২-০ গোলে এগিয়ে যায়। বড় ম্যাচের নায়ক ইব্রা প্রথম গোলটি করেন খেলার ১৯ মিনিটে। ৩৮ মিনিটে লিংগার্ড ব্যবধান বাড়ান। এভাবে পিছিয়োএ পড়েও হাল ছাড়েনি সাউদাম্পটন। বিরতির ঠিক আগে ও পরে দ্রুত ঘটনা ঘটে। সাউদাম্পটনের ১৪ মিলিয়ন পাউন্ডের নতুন খেলোয়াড় মানোলো গাবিয়াদিনি জোড়া গোল করেন। ৪৮ মিনিটে ম্যাচ ২-২। মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে। এমনই সময় ৮৭ মিনিটে দুই দলের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। আন্দের হেরেরা পেনাল্টি এলাকার দিকে ক্রস পাঠালেন। ইব্রাহিমোভিচের শক্তিশালী হেডে ফ্রেজার ফ্রস্টারকে বোকা বানিয়ে জালে। ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন!