জাপান সরকার, উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম শনাক্ত করতে একটি আন্তর্জাতিক সংস্থার সহায়তায় দেশের উত্তরাঞ্চলে একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। ভিয়েনা ভিত্তিক সমন্বিত পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংক্ষেপে সিটিবিটি সংস্থাটি, ভূকম্পন তরঙ্গ পরিমাপ এবং বায়ুতে তেজস্ক্রিয় উপাদান পরীক্ষার মাধ্যমে পরমাণু পরীক্ষা চালানোর বিষয় শনাক্ত করে।
ওকিনাওয়া ও গুনমা জেলায় অবস্থিত দুটি স্থাপনাসহ জাপানের পর্যবেক্ষণ কেন্দ্রগুলো, জেননের মত তেজস্ক্রিয় উপাদান শনাক্ত করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ, জাপানের উত্তরাঞ্চলে এসকল যন্ত্রপাতি স্থাপন করা হবে। সরকার, কেন্দ্রটি নির্মাণের ব্যয় নির্বাহ করতে প্রায় ২৪ লাখ মার্কিন ডলার যোগান দেবে।
তথ্যসূত্র: এনএইচকে ওয়ার্ল্ড