জাপানের অতি পরিচিত সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি কালচারাল একাডেমী, টোকিও এর সমাবর্তনী ২০১৭ অনুষ্ঠিত হয়েছে ১৪ই ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ (২৬ ফেব্রুয়ারী, ২০১৭) । সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টােকিও-এর ওজি এলাকার চুওো কোয়েন বুনকা কাইকান নামক হলে।
একাডেমীর পরিচালক তনশ্রী গোলদার বিশ্বাস-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৬:৩০ টায়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ এমডি নাসিরুল হাকিম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমীর শিক্ষক ড. তপন পাল।
বাংলাভাষা, নৃত্য, সংগীত শাখায় উত্তির্ণ ছাত্র-ছাত্রীদেরকে সনদ প্রদান করা হয়। মঞ্চে উপস্থিত থেকে সনদ প্রদান করেন জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্স কনস্যুলর হাসান আরিফ, কনস্যুলর ড. জিয়াউল আবেদিন।
এবছর যে সকল ছাত্র-ছাত্রীদেরকে সনদপত্র প্রদান করা হয় তারা হল; কাব্য জ্যোতি বিশ্বাস, কথাশ্রী বিশ্বাস, তনশ্রী পাল, ভাগ্যশ্রী পাল, প্রগতি ঘোষ, সম্প্রিতী ঘোষ, ইউকি কুদ্দুস, ইউতো কুদ্দুস, সেজুতি ব্রহ্ম, রেইনা হোসাইন, রাইহানা হোরি, মাহিরু হোরি, আদিত্য সাহা, সৃজিতা বিশ্বাস, স্নেহা দাস। ছাত্র-ছাত্রীরা সনদ গ্রহণ করে আনন্দিত এবং উদ্দিপনা পেয়েছে বলে জানান তনুশ্রী গোলদার বিশ্বাস। নিহন বাংলা ডট কমকে তনুশ্রী আরো জানান “এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলাভাষা ও সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই প্রয়াস”।
একাডেমীর ছাত্র-ছাত্রীরা নৃত্য-গান-ছড়া পরিবেশন করে। স্বরলিপি কালচারাল একাডেমী, টোকিও-এর সিনিয়র সদস্যরাও সংগীত পরিবেশন করেন। উপস্থিত সকলে একাডেমীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তথ্যসূত্র: তনুশ্রী গোলদার বিশ্বাস, আলোকচিত্র: জেসমিন সুলতানা
জাপান প্রবাসীদের অনুষ্ঠান সম্পর্কে তথ্য বা বার্তা পাঠাতে ইমেল করুন service.nihon@gmail.com