সম্প্রতি বন্দুকধারীদের হামলা বেড়েছে আশঙ্কাজনক হারে। আমেরিকায় এর হার বেশি। বন্দুকধারীর হামলা ঠেকাতে, তাদের অবস্থান বের করতে এবং পুলিশকে সাহায্য করতে আমেরিকায় ব্যবহৃত হচ্ছে নতুন প্রযুক্তি। যার নাম শটস্পটার। ওবামা প্রশাসনের অধীনে আমেরিকার শহরগুলোতে এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়। রাস্তার পাশের ল্যাম্পে লাগানো এ প্রযুক্তি শহরের যেখানেই বন্দুকের শব্দ শোনে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ এ প্রযুক্তি দিয়ে বন্দুকধারীর অবস্থান, সংখ্যা, বন্দুকের প্রকৃতি সম্পর্কে তথ্য জানতে পারে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে আইন প্রয়োগকারীরা দ্রুত অপরাধী ধরতে পারছে এবং অপরাধ ঘটার আগেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করে।
শটস্পটার একটি সিস্টেম সেন্সর। এর তিনটি অংশ আছে। এক অংশ শনাক্ত করে, অন্য অংশ স্থান খুঁজে বের করে এবং তৃতীয়টি সতর্ক করে। এ প্রযুক্তি দিয়ে কি ধরনের বন্দুক ব্যবহার হয়েছিল সেটিও জানা যায়। আমেরিকায় এ সেন্সর ৩০ ফুট পর পর স্থাপন করা হয়েছে। প্রতি বর্গমাইলে ১৫-২০টা সেন্সর আছে। প্রতিটি সেন্সর সময়, স্থান এবং অডিও ধারণ করে। পুলিশ তাদের স্মার্টফোন এবং কম্পিউটারের মাধ্যমে তথ্যটি সঙ্গে সঙ্গে জানতে পারে। এ প্রযুক্তি ব্যবহারের আগে আমেরিকায় বন্দুক সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা বেশি ছিল। কিন্তু প্রযুক্তি ব্যবহারের পর উল্লেখযোগ্য হারে কমে গেছে।
সূত্র-ফক্স নিউজ