ইনজুরির কারণে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় খেলতে পারেননি গ্যারেথ বেল। কিন্তু তাতে স্প্যানিশ লা লিগায় জয় তুলে নিতে সমস্যা হয় নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। শনিবার রাতে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার জোড়াগোলে এইবারকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। গত সাতটি লা লিগা ম্যাচে গোলশুন্য ছিলেন ‘বিবিসি’ ত্রয়ীর বেনজেমা। বেল-রোনালদোবিহীন ম্যাচে তার কাঁধেই ছিল গুরুদায়িত্ব। ঠিক সময়ে ফিরলেন ফর্মে। ১৪ ও ২৫ মিনিটে রিয়ালের প্রথম দুটি গোলই এসেছে তার পা থেকে।
জেমস রদ্রিগেজ ২৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন। গত সাড়ে পাঁচ মাসে লিগে এই কলম্বিয়ান তারকার এটি প্রথম গোল। ম্যাচের ৬০ মিনিটে রিয়ালের হয়ে এইবারের জালে শেষবার লক্ষ্যভেদ করেন মার্কো আসেনসিও। স্বাগতিক এইবারের হয়ে ৭০ মিনিটে ব্যবধান কমান রুবেন পেনিয়া।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।