সোমবার সই করা এ আদেশে ইরাক ছাড়া পুরনো তালিকার বাকি ছয়টি মুসলিমপ্রধান দেশের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা থাকছে। তবে এ দেশগুলোর গ্রিনকার্ডধারীদের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সব শরণার্থী ওপরও যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২০ দিনের নিষেধাজ্ঞা থাকছে আদেশে। তবে সিরিয়ার শরণার্থীদের ওপর আর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা থাকছে না। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৬ মার্চ থেকে।
এ আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র বিভাগ এরই মধ্যে যেসব শরণার্থীকে অনুমোদন দিয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে। তবে একবছরের জন্য শরণার্থী প্রবেশের এ সংখ্যা সীমিত করে ৫০ হাজার করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদেরকেও নতুন আদেশে কোনো অগ্রাধিকার দেওয়া হয়নি। এর আগে ৭ মুসলিম প্রধান দেশের নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের ওপর আদালত স্থগিতাদেশ দেয়। এরপর থেকেই নতুন করে আরেকটি নির্বাহী আদেশ দেওয়ার কথা বলে আসছিলেন ট্রাম্প।