শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। তবে সিরিজের শুরুতেই ছোট্ট একটু ধাক্কা খেতে হলো। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম নন, মঙ্গলবার শুরু হওয়া গল টেস্টে টস ভাগ্যে জয়ী হয়েছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক রঙ্গনা হেরাথ। টস জিতে এক মুহূর্ত ভাবেননি হেরাথ। চোখ বন্ধ করে ব্যাটিং নিয়েছেন প্রথমে। অবশ্য একটা সুযোগ পেয়ে গেছেন বাংলাদেশের পেসাররা। টেস্টের প্রথম সকালে যেকোনো উইকেটেই পেসাররা কিছুটা হলেও সহায়তা পায়। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ-শুভাশিস রায়রা সুযোগটা কাজে লাগাতে পারলে মুশফিকের টস হারাটাও হয়ে যেতে পারে সাপেবর। ২০১৫ সালের পর প্রথম টেস্ট খেলতে নামা মোস্তাফিজকে নিয়েই বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা বেশি। ফিজ পারবেন শুরুতেই জ্বলে উঠে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিতে?
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা একাদশ থেকে কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম ও সাব্বির রহামন-এই তিনজন বাদ পড়েছেন গল টেস্টের একাদশ থেকে। তাদের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে ঢুকেছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও শুভাশিস রায়।