সিরিয়ার রাক্কায় ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি দখলের অভিযানে স্থানীয় মিত্র বাহিনীর সহায়তায় কয়েকশ’ মেরিন সদস্যের একটি বাহিনী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ১১তম মেরিন এক্সপেডিশনারি এ ইউনিটটি রাক্কায় একটি শক্তিশালী আর্টিলারি ব্যাটারি মোতায়েনের পরিকল্পনা করেছে বলে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে জানিয়েছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। গত কয়েকদিনে ইউনিটটি একটি ফাঁড়ি স্থাপন করতে রাক্কায় পৌঁছায়। যেখান থেকে তারা ৩২ কিলোমিটার দূরের আইএস অবস্থানগুলোতে গোলা নিক্ষেপ করতে পারবে।
যুক্তরাষ্ট্রের বিশেষ এই বাহিনী এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জোটকে পরামর্শ দিয়ে সহায়তা করছে তারা। গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রে এলিট আর্মি রেঞ্জারস এর একটি আলাদা বাহিনীও রাক্কার উত্তর-পশ্চিমে একটি শহরের কাছে মোতায়েন করা হয়েছে। এসডিএফ যোদ্ধা এবং তুরস্ক সমর্থিত বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ের অবসান ঘটাতে এ বাহিনী মোতায়েন করা হয় বলে জানিয়েছে বিবিসি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম