উত্তরপ্রদেশে মোদি সাইক্লোন। দেড় দশক পর বিজেপির প্রত্যাবর্তন। একাই সত্তর শতাংশ আসনে এগিয়ে। ১৯৯১ সালের মন্দির ঝড়কেও ছাপিয়ে গেল মোদি ঝড়। জোটের থেকে ১৩ শতাংশের বেশি ভোট আদায় বিজেপির। শহরাঞ্চলে ভাল ফল। দেশজুড়ে আগাম হোলির উৎসবে সামিল কর্মী-সমর্থকরা। লখনউ থেকে দিল্লি, চলছে আবির খেলা, মিষ্টি বিলি। উত্তরপ্রদেশের যাদব অধ্যুষিত ৫০ শতাংশ আসনে সপাকে টেক্কা বিজেপির। দলিত অধ্যুষিত ষাট শতাংশ আসনে বসপাকে ছাড়াল গেরুয়া। সংখ্যালঘু আসনেও বিজেপির ভাল ফল।
উত্তরপ্রদেশে ঝোড়ো সাফল্যের হাওয়ায় বিজেপির নিশ্চিন্ত ভবিষ্যৎ। রাষ্ট্রপতি নির্বাচনে পছন্দের প্রার্থী বাছা থেকে শুরু করে রাজ্যসভায় দাপট, আগামিতে সব পথ পরিষ্কার। এদিকে উত্তরপ্রদেশে বিজেপির বিরাট সাফল্যের পর ইভিএমে কারচুপির অভিযোগ আনলেন বসপা নেত্রী মায়াবতী। তার দাবি, অন্য দলকে দেওয়া ভোটও গেছে বিজেপির পক্ষে। ফল বাতিল করে ব্যালটে ফের ভোট করানোর দাবি বসপা নেত্রীর।
এদিকে কংগ্রেসকে হটিয়ে উত্তরাখণ্ড দখলের পথে বিজেপি। সত্তর শতাংশের বেশি আসনে বাজিমাত। পরাজিত মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।
সূত্র : এবিপি আনন্দ