শ্রীলঙ্কার মাটি বাঘের প্রবল গর্জনে কেঁপে উঠল। নিজেদের ১০০তম টেস্টে শতভাগ সাফল্যে ইতিহাস গড়ল বাংলাদেশ। কলম্বোর পি.সারা হয়ে থাকল টাইগারদের চীরকালিন গল্প-গাঁথার এক মাঠ।
যেখানে স্বাগতিক লঙ্কান সিংহদের নিজেদের শততম টেস্টে হারাল বাংলাদেশ। রোববার বিকেলে মুশফিকুর রহীমের দলের ঐতিহাসিক এই জয়টা ৪ উইকেটের। এই প্রথম শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। তাদের সাথে ১৮তম টেস্টে। তাও তাদেরই মাটিতে। নিজেদের ইতিহাসের ৯ম জয় এটি বাংলাদেশের। আর বিদেশের মাটিতে মাত্র চতুর্থ। ২০১৩ সালের পর আবার দেশের বাইরে জয় তুলে নিল টাইগাররা।
শ্রীলঙ্কার দেওয়া ১৯১ রানের টার্গেট শেষ দিনে খুব সহজে না হলেও খুব কষ্টে পূরণ করে জয় তুলে নিতে হয়নি। অবিস্মরণীয় জয়টা ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে ফেলেছে দিনের প্রায় পৌনে এক সেশন বাকি থাকতে। অধিনায়ক মুশফিকুর রহীম অপরাজিত ৪৫ বলে ২২ রানে দক্ষ নাবিকের মতো দলকে জয়ের বন্দরে নোঙর করিয়েছেন। মেহেদী হাসান মিরাজ (২) জয়সূচক রান তুলে মুশফিকের সাথে উৎসব করতে করতে ফিরেছেন।
পুরো ম্যাচেই ছিল টাইগারদের দাপট। এই জয়ে ২ ম্যাচের সিরিজটা ১-১ এ ড্র করল বাংলাদেশ। গেল বছরের শেষে দেশের মাটিতে শক্তিশালী ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে উড়িয়ে দিয়ে জিতেছিল টাইগাররা। প্রথমবারের মতো তাদের সাথে সিরিজ ১-১ এ ড্র করেছিল। সেই ম্যাচের পর আবার জিতল বাংলাদেশ। মাঝে হেরেছে ৪ টেস্টে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম