জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে চারদিনের ইউরোপ সফরে যাত্রা শুরু করেছেন। মি: আবে আজ বিকেলে টোকিওর হানেদা বিমান বন্দর ত্যাগ করেন। তিনি জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম ও ইতালি সফর করবেন। মি: আবে সাংবাদিকদের বলেছেন সেইসব দেশের নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা তিনি করতে চাইছেন। তিনি উল্লেখ করেন যে উত্তর কোরিয়া, মুক্ত বাণিজ্য ও অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা তিনি করছেন।
সফরের প্রথম পর্যায়ে মি: আবে জার্মানি যাবেন। তিনি বলেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সাথে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার সহযোগিতার গুরুত্ব এবং সুনির্দিষ্ট কিছু অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা তিনি করতে চাইছেন। জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের বিস্তৃত একটি কাঠামো নিয়ে দ্রুত একটি চুক্তি স্বাক্ষরে ইউরোপীয় নেতাদের সহযোগিতা প্রত্যাশার পরিকল্পনা মি: আবে করছেন।
এটা হচ্ছে ইউরোপে জাতীয়তাবাদী ও সংরক্ষণবাদী মনোভাব বিস্তৃত হওয়ার মুখে মুক্ত বাণিজ্য উৎসাহিত করায় তাঁর চালানো প্রচেষ্টার অংশ। মি: আবে একই সাথে উত্তর কোরিয়া, সিরিয়া এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগর পরিস্থিতি সহ নিরাপত্তা বিষয়াবলী নিয়ে মতামত বিনিময়ের পরিকল্পনাও করছেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা