শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েসের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ আনা হয়। সকাল সাড়ে ১০টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ। এরপর একে একে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মিজারুল কায়েসের মরদেহের পাশে তার স্ত্রী নাঈমা চৌধুরী, তার দুই মেয়ে মাধুরী ও মানসী এবং তার বড় ভাই ইমরুল কায়েসসহ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।
দেশপ্রেমিক এ কূটনীতিকের প্রতি সব শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করবেন দুপুর ১২টা পর্যন্ত।
এর আগে সকাল সকাল ৮টা ৪৩ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বাংলাদেশে এটি তার প্রথম জানাজা। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, সাবেক ও বর্তমান রাষ্টদূতরা ছাড়াও তার সহকর্মীরা জানাজায় অংশ নেন। এ সময় মন্ত্রণালয় প্রাঙ্গণে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্টদূত ওয়ানজা ক্যামপস ডি নোব্রেগা উপস্থিত ছিলেন।