১৯৭১ সালে গ্রামের একটি মেয়েকে বাসর ঘর থেকে তুলে নিয়ে যায় পাক বাহিনী। ক্যাম্পে মেয়েটির উপর পাশবিক অত্যাচার ও নির্যাতন করা হয়। স্বাধীনতার পর মেয়েটি ক্যাম্প থেকে বেরিয়ে আসে অন্তঃসত্ত্বা অবস্থায়। এমনই গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জুঁই করিম। রায়হান খান রচিত ও পরিচালিত নাটকটির নাম ‘জন্ম’। নাটকটিতে আরো দেখা যাবে, গ্রামের নদীতে নৌকা বাইছিলেন একজন মাঝি। আহাজারি শুনে এগিয়ে এসে দেখতে পায় মেয়েটি প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। তাকে কোলে করে নৌকায় নিয়ে আসে। একটু পরে মেয়েটি একটি কন্যা সন্তান প্রসব করে।
ক্ষুধায় বাচ্চা কাঁদতে থাকে কিন্তু মেয়েটি তার দিকে তাকিয়ে দেখেও না। পরে মাঝি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে আনে। কিন্তু মেয়েটি বাচ্চাকে না দিয়ে নিজেই তা পান করে। স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় ২৬ মার্চ রাত ৮টায় প্রচার হবে ‘জন্ম’।
সূত্র: ইন্টারনেট