জাপানের আইন প্রণেতারা ১লা এপ্রিল শুরু ২০১৭ অর্থবছরের জন্য রেকর্ড ৯৭ ট্রিলিয়ন ইয়েন বা ৮৮০ বিলিয়ন ডলারের বাজেটসহ আইন পাশ করেছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কোমেইতো’র সংখ্যাগরিষ্ঠ সমর্থনে উচ্চ কক্ষে এই খসড়া বাজেট পাশ হয়।
বাজেটে শিশু ও শিক্ষার্থীদের প্রতিপালনকারীসহ তরুণ সমাজের প্রতি সহায়তা বৃদ্ধি করা হবে। সরকার কর্ম-পদ্ধতিও সংস্কার করতে চায়।
এছাড়া বাজেটে আর্থিকভাবে সংকটাপন্ন শিক্ষার্থীদের জন্য অফেরৎযোগ্য বৃত্তির তহবিল বরাদ্দ রাখা হয়েছ।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাসহ প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি পেয়ে রেকর্ড অঙ্কে পৌঁছাবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা