বিরাট কোহলির নেতৃত্বে ক্রিকেট মাঠে বিস্ময়কর একটা মৌসুমই কাটাল ভারত। একের পর এক টেস্ট সিরিজ জিতিয়ে কোহলি ভারতকে তুলে দিয়েছেন আইসিসি র্যাংকিংয়ের শীর্ষে। দলকে অসাধারণ নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে নিজেও কাটিয়েছেন অসাধারণ এক মৌসুম। ব্যাটে রান বান বইয়ে দিয়ে কোহলি গড়েছেন একের পর এক রেকর্ড। ক্রিকেট মাঠের ২২ গজি জমিনে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অনেক বড় এক পুরস্কার পেলেন ভারত অধিনায়ক। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভুষিত হয়েছেন কোহলি। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে কোহলি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে এই পুরস্কারটি গ্রহণও করেছেন।
কোহলি একাই নন, ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির সাবেক সভাপতি রাজনীতিবিদ শারদ পাওয়ারসহ আরও ৭ জন ক্রীড়াবিদ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগে রাজনীতিবিদ, খেলোয়াড়, সংগীতশিল্পী, সাংবাদিকসহ সব পেশার মধ্য থেকে মোট ৮১ জনকে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনিত করা হয়। সেখান থেকে মোট ৩৯ জন পেলেন ভারতের চতুর্থ সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার।